স্মরণজিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প উনিশ কুড়ি-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক দেশ পত্রিকায় প্রকাশিত। শখ: কবিতা, ফুটবল আর সিনেমা।
Enter your email address to receive regular updates, as well as news on upcoming events and specific offers.