মৈত্রী রায় মৌলিক পেশায় একজন ভূবিজ্ঞানী। কর্মসূত্রে তিনি ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কাজ করছেন। তাঁর লেখা ঐতিহাসিক উপন্যাস ‘গ্রহণকাল’ প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে ২০১৫-তে। ২০১৭-তে আনন্দ পাবলিশার্স থেকে ফসিলবিদ ড. শঙ্কর চট্টোপাধ্যায়ের লেখা ‘Rise of bird’ গ্রন্থের পরিমার্জিত অনুবাদ ‘আকাশলীনা: ডাইনোসর থেকে পাখি’ প্রকাশিত হয়। ২০২২-এ আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ‘মানচিত্রে তার নাম নেই’। ২০২৩-এ এই প্রকাশনী থেকে প্রকাশিত হয় উপন্যাস ‘চাকা ঘোরার আগে’। ২০২৪ সালে প্রকাশিত গ্রন্থ ‘শূন্য দৃশ্যমানতা’।পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার (২০১৭)।
Enter your email address to receive regular updates, as well as news on upcoming events and specific offers.