অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য লেখক যিনি ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর নোয়াখালীতে (বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। ১৩ বছর বয়সে পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় চলে আসেন। আইন অধ্যয়ন করে কলকাতার ম্যাজিস্ট্রেট আদালত এবং মেদিনীপুর, দিনাজপুর ও কুষ্টিয়ার জেলা আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি “নীহারিকা দেবী” নামে তাঁর লেখালেখি শুরু করেন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার উপন্যাস এবং গল্পের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে।
Enter your email address to receive regular updates, as well as news on upcoming events and specific offers.