ভারতের একাদশতম রাষ্ট্রপতি আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ও মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি ৫০০ জন বিশেষজ্ঞের সহায়তায় ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে টেকনোলজি ভিশন ২০২০-এ পৌঁছতে দেশকে নেতৃত্ব দেন। একজন বর্ষীয়ান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম। তাঁর বিজ্ঞানের কৃতিত্ব ও রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব পালন ভারতের কাছে স্মরণীয়। প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।
Enter your email address to receive regular updates, as well as news on upcoming events and specific offers.